আর্কাইভ থেকে আফ্রিকা

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে মারা গেছেন ১১ জন। এ ঘটনায় নিখোঁজ ১২ জন রয়েছে। খবর বিবিসির।

বিবিসি জানায়,৩৭ অভিবাসীকে নিয়ে ইতালির দিকে যাচ্ছিল নৌকাটি। স্থানীয় সময় গত মঙ্গলবার নৌকাটি ডুবে যায়। এরপর ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

তিউনিসিয়ার সরকারি সংবাদ সংস্থা টিএপি বলেছে, শনিবার রাতে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত মানুষের সংখ্যা হয়েছে ১১।

এ বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, ১ হাজার ৩৩ অভিবাসী নিহত অথবা নিখোঁজ হয়েছেন।

ইতালির দ্বীপ ল্যাম্পেদুসা তিউনিসিয়া ও সিসিলি দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলের মধ্যবর্তী জায়গায় অবস্থিত। উত্তর আফ্রিকা থেকে যারা ইউরোপ যাওয়ার চেষ্টা করেন, তাদের বেশির ভাগই ল্যাম্পেদুসায় পৌঁছানোর চেষ্টায় থাকেন।

এ সম্পর্কিত আরও পড়ুন তিউনিসিয়া | উপকূলে | নৌকাডুবিতে | ১১ | জনের | মৃত্যু