ক্রিকেট

অ্যান্ডারসনের বদলি হয়ে দলে অন্তর্ভুক্ত হলেন মার্ক উড

অ্যান্ডারসনের বদলি হয়ে দলে অন্তর্ভুক্ত হলেন মার্ক উড
নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট সামনে রেখে ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত হলেন ফাস্ট বোলার মার্ক উড। মূলত জেমস অ্যান্ডারসনের বদলি হিসেবে উডকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার (১৮ জুলাই) ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি শুরু হবে। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসর নেন অ্যান্ডারসন। ঘোষণা দিয়ে রেখেছিলেন অবশ্য আগেই। এই ফাস্ট বোলারকে সম্মান দিয়ে বিদায় জানায় ইংল্যান্ড। এবার দ্বিতীয় ম্যাচে যেহেতু অ্যান্ডারসন নেই, তাই উডকে দলে টানল স্বাগতিক দলটি। গত মার্চ মাসে উড সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের বিপক্ষে। সিরিজের প্রথম টেস্টে উডকে বিবেচনা করা হয়নি। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন উড, আর সরাসরি তাকে টেস্ট খেলাতে চায়নি ম্যানেজমেন্ট। এদিকে লর্ডস টেস্টে অভিষেক হয়েছে গাস অ্যাটকিনসনের। এই ইংলিশ ফাস্ট বোলার একাই ম্যাচে ১২ উইকেট সংগ্রহ করেন ১০৬ রান দিয়ে। টেস্ট ইতিহাসে অভিষিক্ত বোলারের সেরা বোলিং ফিগারে চার নম্বরে জায়গা করে নিয়েছেন অ্যাটকিনসন।   দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যান্ডারসনের | বদলি | হয়ে | দলে | অন্তর্ভুক্ত | মার্ক | উড