জাতীয়

ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা

ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের এ কর্মসূচি ঘিরে রাজধানীর জিরো পয়েন্টে ব্যারিকেড দিয়ে রাখেন পুলিশ সদস্যরা। সামনে এগোতে না পেরে সেখানে তারা বসে পড়েন। একপর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে বঙ্গবভনের দিকে রওনা হন। জিরো পয়েন্টে থাকা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। ১০ জন প্রতিনিধি যাওয়ার কথা থাকলেও দুপুর পৌনে ২টার পর সব শিক্ষার্থীই বঙ্গভবনের দিকে যেতে থাকেন। আজ রোববার (১৪ জুলাই) দুপুর ১টা ৪৬ মিনিটে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। সরেজমিন দেখা যায়, পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হাজার হাজার শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশ বাধা দিতে এলে শিক্ষার্থীরা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। শিক্ষার্থীরা বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে অবস্থান করছেন। এর আগে আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা ঢালাওভাবে বঙ্গভবন অভিমুখে যাবো না। আমাদের প্রতিনিধি যাবে। তাছাড়া সারা দেশে প্রায় ৫০টি জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেয়া হয়েছে। রোববার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে গ্রন্থাগারের সামনে বেলা ১১টার আগে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন আন্দোলনরত ছাত্ররা। এরপর তারা বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেন। জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যারিকেড | ভেঙে | বঙ্গভবনের | দিকে | যাচ্ছেন | কোটাবিরোধী | শিক্ষার্থীরা