ক্যাম্পাস

কোটা আন্দোলন: ১০ সদস্যের প্রতিনিধি দল যাবে রাষ্ট্রপতির কাছে

কোটা আন্দোলন: ১০ সদস্যের প্রতিনিধি দল যাবে রাষ্ট্রপতির কাছে
সরকারি চাকরিতে সব গ্রেডে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ১০ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যাবে। রোববার (১৪ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। নেতৃবৃন্দরা জানিয়েছেন, প্রতিনিধি দলে ঢাবি, জাবি, জবি, সাত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়করা উপস্থিত থাকবেন। ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান করবেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দীর্ঘদিন ধরেই আমাদের দাবির জন্য আন্দোলন করে যাচ্ছি। গতকালের ঘোষণা অনুযায়ী আমরা আজ রাষ্ট্রপতির কার্যালয়ের দিকে এসেছি। আমাদের ১০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি নিয়ে যাবেন। সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেই দলে থাকবেন। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীরা ফিরে যাবেন না। এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। একইসঙ্গে আন্দোলনে থাকা ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ গণপদযাত্রায় অংশ নিয়েছেন। আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর শিক্ষার্থীরা বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। রাজধানীর বাইরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবেন। সারা দেশে প্রায় ৫০টি জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেয়া হয়েছে। এ সংখ্যাটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সমন্বয়করা। প্রসঙ্গত, গতকাল শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন অভিমুখে গণপদযাত্রার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাছাড়া অন্যান্য জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা।   এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন কোটা | আন্দোলন | ১০ | সদস্যের | প্রতিনিধি | দল | রাষ্ট্রপতির | কাছে