লাইফস্টাইল

আলমারিতে বন্দি পোশাকের যত্ন নিবেন যেভাবে

আলমারিতে বন্দি পোশাকের যত্ন নিবেন যেভাবে
আলমারির সামনে দাঁড়ালে পোশাকের ভিড়ে কোনটি বেছে নেবেন, সেটা বাছাই করতে গিয়েই সময় চলে যায়। গোটা আলমারি জুড়ে অযত্নের ছাপ স্পষ্ট। এমন অগোছালো ভাবে রাখলে পোশাকও কুঁচকে যায়। আলমারিতে তুলে রাখলেই হবে না, কী ভাবে যত্ন নেবেন জামাকাপড়ের? ১) নানা ধরনের জামাকাপড় বিভিন্ন তাকে রাখুন। আলমারির একটি তাকে রাখলেন শাড়িগুলি। জিন্‌স বা প্রতি দিন পরতে হয় এমন কয়েকটি পোশাক অন্য একটি তাকে একসঙ্গে গুছিয়ে রাখুন। আলমারিতে তোলার আগে জামাকাপড়গুলি ইস্তিরি করে নিন। ২) প্রতি দিন না হলেও এক দিন পর পর আলমারি পরিষ্কার করুন। আলমারির প্রতিটি তাকে একটি করে ন্যাপথলিন রেখে দিন। এতে পোকা লাগার আশঙ্কা হ্রাস পাবে। ন্যাপথলিনের পাশাপাশি ল্যাভেন্ডার অয়েলও দু’-এক ফোঁটা ছড়িয়ে রাখতে পারেন। ৩) সকালে বের হতে হলে রাতেই পোশাক গুছিয়ে রাখুন। তাড়াহুড়োর সময়ে জামাকাপড় বার করতে গিয়ে আলমারি সবচেয়ে বেশি অগোছালো হয়ে পড়ে। তার চেয়ে আগে থেকে বার করে রাখাই ভাল। এতে জামাকাপড়ও যত্নে থাকবে। আলমারির সজ্জাও ঘেঁটে যাবে না। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন আলমারিতে | বন্দি | পোশাকের | যত্ন | নিবেন | যেভাবে