জাতীয়

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা
ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় আমরা উদ্বিগ্ন। রাজনীতিতে সহিংসতা থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্রে এ ধরণের ঘটনা দেখা যায় না। রাজনীতিতে এ ধরণের ঘটনা নিন্দনীয়। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। রোববার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। ড. হাসান মাহমুদ বলেন,রাজনীতিতে কোনো প্রকার সন্ত্রাস চাই না। আমাদের দেশে পুড়িয়ে মানুষ হত্যা করা হয় যা অনভিপ্রেত ও আইন বিরোধী। তিনি বলেন, বিমসটেকের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। চিকিৎসা বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে কথা হয়েছে রিট্রিটে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবার পর। তাদের বাণিজ্যিক লেনদেনের স্বার্থও আছে, সেটাও তারা গুরুত্ব দিয়েছে। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় পচনশীল পণ্য আমদানিতে বাংলাদেশের জন্য কোটা দেয়ার বিষয়টি এসেছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ডোনাল্ড | ট্রাম্পের | ওপর | হামলায় | পররাষ্ট্রমন্ত্রীর | নিন্দা