জাতীয়

আমার বাসায় পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক: প্রধানমন্ত্রী

আমার বাসায় পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক: প্রধানমন্ত্রী
আমার বাসার পিয়ন ছিল। সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। পরে তাকে ধরা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে হাত যখন দিয়েছি, ছাড়বো না। আপন পর জানি না, জিরো টলারেন্স মানে, জিরো টলারেন্স। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রসঙ্গে বলতে গিয়ে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী অঢেল সম্পদের মালিক। গাড়িচালক কীভাবে এত টাকার মালিক হলেন। অপকর্ম ধরছি বলেই তো এখন জানতে পারছেন। এতদিন তো জানতে পারেননি। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এটা বিশ্বাস করি না। আমার দায়িত্ব, অনিয়মগুলো ধরে দেশকে একটা অবস্থায় নিয়ে যাওয়া। দুর্নীতি নিচের দিকে বেশি হচ্ছে। দুর্নীতি এমন পর্যায়ে ছিল, কাজই করা যেত না। সেখান থেকে পরিস্থিতি তো বদলেছে। হাত যখন দিয়েছি, ছাড়ব না। সরকারপ্রধান বলেন, প্রথমে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, তাদের থামিয়েছি। এখন দুর্নীতি নিয়ে কাজ করছি। দুর্নীতবাজদের ধরছি। এটা চলতে থাকবে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন আমার | বাসায় | পিয়ন | ছিল | সেও | নাকি | ৪০০ | কোটি | টাকার | মালিক | প্রধানমন্ত্রী