আন্তর্জাতিক

ফের তালগোল পাকালেন বাইডেন, জেলেনস্কিকে বললেন ‘পুতিন’

ফের তালগোল পাকালেন বাইডেন, জেলেনস্কিকে বললেন ‘পুতিন’
আবারও খেই হারিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে পুতিন বলে সম্বোধন করলেন। এতে  বেশ অপ্রস্তুত হয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  শুধু তা-ই নয়, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্টও বানিয়ে বসলেন। স্বভাবতই বাইডেনের শারীরিক সক্ষমতা, বয়স নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে শোচনীয় ‘পারফরম্যান্সের’ পরই বাইডেন ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আমেরিকায় উত্তর আটলান্টিক সামরিক জোট  নেটোর  দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৈঠক চলছে। বৃহস্পতিবার সেই বৈঠকেই বক্তব্য রাখতে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর পরের বক্তা ছিলেন ন্যাটো সম্মেলনে আমন্ত্রিত বক্তা  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বক্তব্যের শেষ পর্ায়ে বাইডেনকে বলতে শোনা যায়, “আমি এ বার মঞ্চ ছেড়ে দিতে চাই ইউক্রেনের প্রেসিডেন্টকে। যাঁর আছে সাহস, আছে কিছু করে দেখানোর ইচ্ছা। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানাচ্ছি।” যে রাশিয়াকে মোকাবিলা করতে সামরিক জোট নেটোর সৃষ্টি হয়েছে, সেখানে  পুতিন এলেন কোথা থেকে, তা ভেবেই হতচকিত হয়ে যান বৈঠকে উপস্থিত অতিথিরা। অপ্রস্তুত দেখায়  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও। তবে ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধন করে নেন বাইডেন। বলেন, “জেলেনস্কি পুতিনকে হারাবেন।” ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বিষয়টি বুঝতে পেরে পরিস্থিতি সামলাতে বাইডেনকে সাহায্য করেন। ইউক্রেনের এক সময়ের প্রখ্যাত এই কৌতুক অভিনেতা সঙ্গে সঙ্গেই বলে ওঠেন, ‘আমি পুতিনের চেয়ে ভালো।’ ওই বক্তব্যে বাইডেন আরও এক বার মুখ ফস্কান। বলেন, “দেখুন, আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট করতামই না, যদি তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না হতেন।” বাইডেন যখন এই মন্তব্য করছেন, তখন দর্শকাসনে বসে আমেরিকার শীর্ষ পদাধিকারীরা। অনেকেই মনে করছেন, দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে গুলিয়েছেন বাইডেন। এই সুযোগে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্প প্রতিদ্বন্দ্বী বাইডেনকে খোঁচা দিতে ছাড়েননি। নিজের সোশ্যাল হ্যান্ডলে তিনি লেখেন, “খুব ভাল কাজ, জো!” সম্প্রতি ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নেমেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওইদিন বাইডেনের কাঁপা-কাঁপা গলা, বক্তব্যের খেই হারিয়ে ফেলা নিয়ে চর্চা শুরু হয় ডেমোক্র্যাটদের মধ্যেই। এমনকি প্রার্থী বদল করার প্রস্তাবও আসে। তবে বাইডেন জানান, তিনি শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ। তিনি নির্বাচনে লড়বেন এবং ট্রাম্পকে হারাবেন। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ফের | তালগোল | পাকালেন | বাইডেন | জেলেনস্কিকে | পুতিন