আর্কাইভ থেকে বাংলাদেশ

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)  বিকেল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মোট ৯ প্রার্থী মনোনয়ন পত্র ফুলছড়ি, সাঘাটা ও জেলা নির্বাচন অফিসে দায়িত্ব প্রাপ্ত রিটারনিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা  জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব।

মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (আ.লীগ মনোনীত), পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টির মনোনীত), মোঃ জাহাঙ্গীর আলম (বিকল্পধারা), আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), শহিদুল ইসলাম জীবন(স্বতন্ত্র),আবুবক্কর সিদ্দিক (স্বতন্ত্র) ও এইচ এম এরশাদ (স্বতন্ত্র),সৈয়দ মোঃ মাহবুবুর (স্বতন্ত্র) ও সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র) প্রার্থী।  প্রার্থীরা  মনোনয়ন পত্র দাখিল করে তারা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে এলাকা  উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারী রিটারনিং কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ১৬-১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ১৯-২১ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, ২২ সেপ্টম্বর,  প্রার্থীতা প্রত্যাহারের শেষ, ২৩ সেপ্টম্বর প্রতীক বরাদ্দ, এবং ১২ অক্টোম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাঘাটা ও ফুলছড়ি দুইটি উপজেলা নিয়ে এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়িতে ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটা উপজেলায় ২ লাখ ২৫ হাজার ৭০ জন। ফুছড়িতে ৫৭টি এবং সাঘাটায় ৮৮টি মোট ১৫৪টি  ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মৃত্যুতে ৩৩ গাইবান্ধা ( সাঘাটা- ফুলছড়ি) ৫ আসনটি  শুন্য হয়।  

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধা৫ | আসনে | উপনির্বাচনে | ৯ | জন | প্রার্থীর | মনোনয়ন | পত্র | দাখিল