দেশজুড়ে

সাঁজোয়া যান নিয়ে ঢাবিতে পুলিশ, বন্ধ হলো সংঘর্ষ

সাঁজোয়া যান নিয়ে ঢাবিতে পুলিশ, বন্ধ হলো সংঘর্ষ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ করেছে পুলিশ। সাঁজোয়া যান এবং জলকামান নিয়ে পুলিশের সদস্যরা দোয়েল চত্বর হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এসময়ে সংঘর্ষে জড়িত দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার  বিপ্লব কুমার সরকার। এর আগে বিকেল ৫ টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসে প্রভোস্ট কমিটি। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ক্যাম্পাসে উদ্ভূত উত্তাল পরিস্থিতিতে এ বৈঠক বসেন তাঁরা। সন্ধ্যা সাড়ে ৬টার পর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়া শুরু করে। এসময় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে দেখা যায়। পরে পুলিশ ফোর্স দোয়েল চত্বর হয়ে শহীদুল্লাহ হলের দিকে অগ্রসর হলে। হলের সামনে থেকে সরে যেতে থাকেন ছাত্রলীগের সমর্থকরা। সন্ধ্যা ৭টার দিকে শহীদুল্লাহ হলের ভেতরে অবস্থান করা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রভোস্ট ড. মোহাম্মদ জাভেদ হোসেনের উপস্থিতিতে হলের নিচে নেমে আসেন।  আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় পুলিশকে দেখে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে বিকেল ৩ টার দিকে সংঘর্ষ শুরু হয়। বিজয় ৭১ হল থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সাঁজোয়া | যান | নিয়ে | ঢাবিতে | পুলিশ | বন্ধ | হলো | সংঘর্ষ