জাতীয়

দুই শিক্ষার্থী নিহতের মার্কিন দাবি ‘আজগুবি’: ওবায়দুল কাদের

দুই শিক্ষার্থী নিহতের মার্কিন দাবি ‘আজগুবি’: ওবায়দুল কাদের
চলমান কোটাবিরোধী আন্দোলনে দুইজন নিহত হয়েছেন দাবি করে মার্কিন পররাষ্ট্র দপ্তরে থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তা আজগুবি বলে উড়িয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্থানীয় সময় সোমবার( ১৫ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে ছাত্র আন্দোলনে দুজন নিহত হওয়ার তথ্য দেন মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে কোনো সংবাদমাধ্যমে বা সরকারের কোনো সংস্থার তরফ থেকে এ ধরনের তথ্য প্রকাশ না হওয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র  এ তথ্য কোথায় পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার(১৬ জুলাই) মার্কিন মুখপাত্রের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, ম্যাথু মিলারকে জিজ্ঞেস করুন তিনি মৃত্যুর আজগুবি তথ্য কোথায় পেলেন? সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ম্যাথিউ মিলার যা বলেছেন, তা নিয়ে নিন্দা জানানোর ভাষা নেই। তারা অন্যদের গণতন্ত্র নিয়ে কথা বলার আগে নিজেদেরকে আয়নায় দেখে নিতে পারে।’ এদিকে, কোটা আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন অচিরেই কর্পূরের মত উড়ে যাবে। যে আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই, মুক্তিযুদ্ধের চেতনা নেই; সেই আন্দোলনকে প্রতিহত করবো। আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ মুক্তিযুদ্ধের অবমাননা মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো:  এদিকে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘মিথ্যা তথ্যের মাধ্যমে ভিত্তিহীন দাবি করা হলে সেটি সহিংসতাকে উসকে দিতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশে অসহিংস আন্দোলন করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টাকে খাটো করতে পারে।’ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘মতপ্রকাশে স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম ভিত্তি। সরকার জনগণের সম্পদ ও শৃঙ্খলা রক্ষা করে নাগরিকদের ওই অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংসতার কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনীতিতে সহিংসতার কোনও স্থান নেই। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে একটি শান্তিপূর্ণ সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের চেষ্টার ভয়াবহ ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি।’ বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই ঘটনায় চরম উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা গণতন্ত্রের মূল মূল্যবোধের পরিপন্থি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে ওই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ট্রাম্প নিরাপদে আছেন জেনে স্বস্তিবোধ করছেন।’ গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে বলা হয়েছে। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | শিক্ষার্থী | নিহতের | মার্কিন | দাবি | আজগুবি | ওবায়দুল | কাদের