বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ থাকবে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬ টা’র মধ্যে ছাত্রীদের এবং রাত ১০ টা’র মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে চবি প্রশাসন। একইদিনে বিশ্ববিদ্যালয়ের ১৫১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত দেওয়া হয়। গণমাধ্যমে পাওয়া খবর মতে, বিশ্ববিদ্যালয় বন্ধের পাশাপাশি হল প্রভোস্টদের রুম সিলগালা করার কথাও বলা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের এক কিলোমিটারের ভেতর যে কটেজগুলো আছে, সেখানে সেখানে থাকা শিক্ষার্থীদের কটেজ ত্যাগের জন্য অনুরোধ করবে চবি প্রশাসন। শিক্ষার্থীদের হল ত্যাগের সুবিধার্থে আজ দুপুর থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু থাকবে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অনির্দিষ্টকালের | জন্য | চট্টগ্রাম | বিশ্ববিদ্যালয় | বন্ধ | ঘোষণা