জাতীয়

ঢাবি ভিসি চত্বরে গায়েবানা জানাজা, আন্দোলন চালিয়ে যাবার শপথ শিক্ষার্থীদের

ঢাবি ভিসি চত্বরে গায়েবানা জানাজা, আন্দোলন চালিয়ে যাবার শপথ শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা কর্মসূচির পর কফিন মিছিল শুরু করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা কফিন ধরে আন্দোলন চালিয়ে যাবার শপথ করেন। বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টা ৫মিনিটে ভিসি চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কফিন ধরে শপথ করে বলেন, এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে যাব না। বিকেলে সোয়া চারটার দিকে শিক্ষার্থীদের মিছিলটি লক্ষ করে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবি | ভিসি | চত্বরে | গায়েবানা | জানাজা | আন্দোলন | চালিয়ে | যাবার | শপথ | শিক্ষার্থীদের