আর্কাইভ থেকে বাংলাদেশ

রাষ্ট্র ব্যবস্থাকে ‘দলীয়করণ’ করে ফেলেছে: মির্জা ফখরুল

রাষ্ট্র ব্যবস্থাকে ‘দলীয়করণ’ করে ফেলেছে: মির্জা ফখরুল

আপনি বিচারালয় যান বিচার পাবেন না, আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারীর কাছে যাবেন নিরাপত্তার জন্য সেখানে নিরাপত্তা পাবেন না। রাষ্ট্র ব্যবস্থাকে সরকার ‘দলীয়করণ’ করে ভাগ করে ফেলেছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, সময়টাই মনে হচ্ছে যে একটা নষ্ট সময়। সব কিছুকে সরকার নষ্ট করে ফেলছে। এমন কোন জায়গা নেই যেখানে মিথ্যাচার ও দুর্নীতি নেই।

তিনি বলেন, সরকার গোটা জাতিকে গত ১২ থেকে ১৫ বছরে বিভক্ত করে ফেলেছে। এমন একটা জায়গা পাবেন না যেখানে আপনি দেখবেন যে বিভক্তি নেই। মসজিদের কমিটি সেখানে ভাগ, স্কুলের কমিটি সেখানেও ভাগ, মাদ্রাসার কমিটি সেখানেও ভাগ, গানের স্কুলে সেখানেও ভাগ, বিশ্ববিদ্যালয়েও সেখানে ভাগ, কলেজেও ভাগ- সবখানে ভাগ। 

এই যে বিভক্তি কোনও জাতিকে কখনো সামনের দিকে নিয়ে যাবে না। জাতিকে সামনের দিয়ে নিয়ে যায় ঐক্য, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন। ’৭৫ সালে এসে তিনি সেই বিভক্তি দূর করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে নিয়ে গিয়েছিলেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন রাষ্ট্র | ব্যবস্থাকে | দলীয়করণ | করে | ফেলেছে | মির্জা | ফখরুল