সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নেপাল ১-০ গোলে ভারতকে হারায়। টানা ৫টি শিরোপা জয়ী ভারত এবার ফাইনালেই জায়গা করে নিতে পারেনি।
এই জয়ে শিরোপার লড়াইয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেপালের মেয়েরা। ১৯ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টায় নেপাল ও বাংলাদেশ শিরোপার লড়াইয়ে নামবে।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল সাবিনা-তহুরার বাংলাদেশ।
২০১০ সালে শুরু হওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপের এটি ষষ্ঠ আসর। গত পাঁচ আসরেই চ্যাম্পিয়ন ছিল ভারত। এবারই প্রথম ভারতবিহীন ফাইনাল হবে। ফলে সাফ নারী ফুটবল এবার নতুন চ্যাম্পিয়ন পাবে।