ক্রিকেট

ওমানের বিলাল গড়লেন ইতিহাস, ঝুলিতে দ্রুততম শত উইকেট

ওমানের বিলাল গড়লেন ইতিহাস, ঝুলিতে দ্রুততম শত উইকেট
ওমান ফাস্ট বোলার বিলাল খান ইতিহাস গড়েছেন। ওয়ানডে ক্রিকেটে একজন পেসার হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিলাল মাত্র ৪৯তম ম্যাচ খেলতে নেমেই শততম উইকেটের দেখা পেয়েছেন। ভেঙে দিয়েছেন শাহীন শাহ আফ্রিদির রেকর্ড। শাহীন আফ্রিদি ৫১ টি ওডিআই ম্যাচ খেলে ১০০ টি উইকেট সংগ্রহ করেন। এতদিন পর্যন্ত কম ম্যাচ খেলে ওডিআই ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করার রেকর্ড আফ্রিদির দখলেই ছিল। নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নেমে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন বিলাল। স্কটল্যান্ডের মাটিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় লেগ চলছে। সেখানেই নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমে ৩ উইকেট সংগ্রহ করেছেন ওমান ফাস্ট বোলার বিলাল। তিনি ৯৮ উইকেট ঝুলিতে রেখে ম্যাচটি খেলতে নেমেছিলেন। বাঁহাতি এই বোলার নামিবিয়ার জ্যান ফ্রাইলিংক ও অধিনায়ক গারহার্ড এরাসমাসের উইকেট তুলে নিয়ে শততম উইকেটে নিজের জায়গা করে নেন। এরপর জিন পিয়ার কোটজের উইকেট নিয়ে ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিজের বোলিং ফিগার শেষ করেন। ফলে ৪৯ ওডিআই খেলে বিলালের উইকেটসংখ্যা এখন ১০১ টি। পেসার ও স্পিনার মিলিয়ে বিলালের জায়গা এখন ৩ নম্বরে। নেপালের সন্দ্বীপ লামিচানে ৪২ ম্যাচ খেলে ওডিআই ক্রিকেটে ১০০ উইকেট সংগ্রহ করেছেন। এরপর ৪৪ ম্যাচ খেলে এই তালিকায় আছেন আফগানিস্তানের রশিদ খান। এরপরের জায়গা বিলালের। তালিকার শেষ দুই নাম শাহীন শাহ আফ্রিদি ও মিচেল স্টার্কের। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ওমানের | বিলাল | গড়লেন | ইতিহাস | ঝুলিতে | দ্রুততম | শত | উইকেট