আর্কাইভ থেকে বাংলাদেশ

পাউরুটি ও পায়ুপথে হেরোইন নিয়ে আটক দুই

পাউরুটি ও পায়ুপথে হেরোইন নিয়ে আটক দুই

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিনব কায়দায় হেরোইন বহণ করতে গিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতদের কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তারা হলেন- উপজেলার মাটিকাটা এলাকার মো. সিরাজুল ইসলামের মেয়ে রিমা বেগম (৩৫) ও একই এলাকার একরামুল হকের ছেলে আজহারুল ইসলাম (২৬)।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় একটি অটোরিকশা থামিয়ে দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় রিমা বেগমের কাছে শপিং ব্যাগে থাকা পাউরুটির ভেতর বিশেষ কায়দায় রাখা ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

পরে আজহারুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার পায়ুপথে বিশেষ কায়দায় হেরোইন লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তার কাছে ৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

তারা বলেন, হেরোইন বিক্রির জন্য রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন পাউরুটি | ও | পায়ুপথে | হেরোইন | নিয়ে | আটক | দুই