আন্তর্জাতিক

ইরানে তীব্র তাপদাহ, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ

ইরানে তীব্র তাপদাহ, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ
ভয়াবহ তাপদাহে পুড়ছে ইরান। প্রচণ্ড তাপমাত্রায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২০০ জন। এমতাবস্থায় রোববার দেশটির সব সরকারি ও বেসবরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। রোববার (২৮ জুলাই) রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, জনগণের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনতে ব্যাংক, অফিসসহ সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি পরিষেবা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আবহাওয়া সংস্থার কর্মকর্তা সাদেগ জিয়াইয়ান বলেন, গত ২৭ জুলাই ইরানের প্রায় দশটি প্রদেশে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা ছিলো। সিস্তান ও বেলুচিস্থানে সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। ইরানের গণমাধ্যমগুলোতে সতর্কবার্তা দিয়ে রোববার বিকেল ৫ পর্যন্ত ঘরের ভেতরে থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, গত বছর তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির কারণে দুইদিনের সরকারি ছুটি ঘোষণা করেছিলো সরকার। জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ইরানে | তীব্র | তাপদাহ | সরকারিবেসরকারি | প্রতিষ্ঠান | বন্ধ