খেলাধুলা

মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙলেন ফরাসি সাঁতারু

মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙলেন ফরাসি সাঁতারু
ফ্রান্সে তিনি পরিচিত মাইকেল ফেলপস নামে। যাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে তার নাম লিওঁ মারশাঁ। এই ফ্রেঞ্চ তরুণ মারশাঁ এবার ভেঙেছেন ফেলপের রেকর্ড। অলিম্পিকে ৪০০ মিটার মিডলেতে বিশ্ব রেকর্ড বনে গেলেন এই সাঁতারু। সাঁতারের পুলে মারশাঁ নতুন নন। নামের পাশে রেকর্ড আছে একাধিক। এর আগে ২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলেতে সোনা জেতেন মারশাঁ। ২০২৩ সালে ২০০ মিটার, ৪০০ মিটার মিডলে এবং ২০০ মিটার বাটারফ্লাইতেও সোনা যেতেন এই সাঁতারু। এমন ধারাবাহিকতার সাথে সাঁতারের পুলে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন মারশাঁ। এবার প্যারিস অলিম্পিকের ৪০০ মিটার মিডলেতে ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন এই ফরাসি। আর এতে ২০০৮ সালের বেইজিংয়ে অলিম্পিকে করা ফেলপসের রেকর্ড ভেঙে যায়। সেবার ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ডে পুল পাড়ি দেন ফেলপস। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন মাইকেল | ফেলপসের | রেকর্ড | ভাঙলেন | ফরাসি | সাঁতারু