জাতীয়

ছাত্র এবং বিরোধী সদস্যদের ‘গণগ্রেফতার’ বন্ধ করুন, অ্যামনেষ্টির আহবান

ছাত্র এবং বিরোধী সদস্যদের ‘গণগ্রেফতার’ বন্ধ করুন, অ্যামনেষ্টির আহবান
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  সংস্থাটি বলছে শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়। সোমবার (২৯ জুলাই) নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট এক্সে প্রকাশ করা এক পোষ্টে সংস্থাটি এ আহবান জানানো হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরকে উদ্ধৃত করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গ্রেফতারের পর অনেকেরই এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এমন শিক্ষার্থীদেরও আটকের খবর পাওয়া গেছে। শনিবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেন, সারাদেশে কমপক্ষে সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনারে পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে ছাত্র এবং বিরোধী সদস্যদের গ্রেফতারে বেপরোয়া অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে।  কেননা শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ছাত্র | বিরোধী | সদস্যদের | গণগ্রেফতার | বন্ধ | করুন | অ্যামনেষ্টির | আহবান