আর্কাইভ থেকে বাংলাদেশ

ফুটবল কন্যাদের প্রতিক্ষায় বাংলাদেশ

ফুটবল কন্যাদের প্রতিক্ষায় বাংলাদেশ

প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে। ট্রফির উল্লাসে মাতবে গোটা দেশ। কাঠমান্ডু থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে আসছেন সাবিনা খাতুনরা। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে গ্রহণের প্রস্তুতি চলছে জোরেশোরে।   

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনাদের অভ্যর্থনা জানাবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয় ও ফেডারেশনের কর্মকর্তারা।

ম্যাচের আগে সানজিদা তার সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যা সারা দেশে আলোড়ন তোলে। তিনি ছাদ খোলা বাসের কথা বলেছিলেন। তার এই স্ট্যাটাসটি নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলেরও। চ্যাম্পিয়ন হওয়ার পরপরই তিনি বাংলাদেশ নারী দলের ইচ্ছে পূরণের জন্য ছাদ খোলা বাসের উদ্যোগ নেন।     

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাবিনারা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেবেন।  সংবাদ সম্মেলন শেষ করে ছাদখোলা বাসে উঠবেন সানজিদা-কৃষ্ণারা। বাসটি নারী দলের জন্য সুসজ্জিত করা হয়েছে। এই বাসে দাঁড়িয়ে মেয়েরা ট্রফি হাতে নগরবাসীর সঙ্গে ট্রফির আনন্দ ভাগাভাগি করবেন।

এরপরই ছাদ খোলা বাসে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে তেজগাঁও, ফকিরেরপুল হয়ে বাফুফে ভবনে যাবেন স্বপ্ন সারথিরা।

বাসটি বিকেলের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে আসবে। বাফুফে ভবনে ফুটবলারদের গ্রহণ করবেন সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানেও আরেকটি সাংবাদিক সম্মেলন হবে।

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন ফুটবল | কন্যাদের | প্রতিক্ষায় | বাংলাদেশ