আন্তর্জাতিক

হানিয়ার রক্ত বৃথা যাবে না: ইরান

হানিয়ার রক্ত বৃথা যাবে না: ইরান
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া ইরানে নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তার নিজ বাড়িতে চালানো হামলায় তিনি নিহত হন। হানিয়ার নিহত হওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি। বুধবার (৩১ জুলাই) ইরান মুখপাত্র খানানি হানিয়ার নিহতের বিষয়ে প্রতিক্রিয়া জানান। হানিয়ার এই মৃত্যুর ঘটনা সাড়া ফেলেছে বিশ্বে। মুখপাত্র খানানি জানিয়েছেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। পাশাপাশি ইরান ও ফিলিস্তিনের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও জানিয়েছে তারা। শুধু ইরান থেকেই নয়, হানিয়ার ব্যাপারে বিবৃতি জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, নেতানিয়াহুর ইসরাইল সরকারের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া। শুধু হানিয়া নন, তার একজন দেহরক্ষীও এই হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। ইসমাইল হানিয়া ২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। গত ফেব্রুয়ারিতে মারা যায় হানিয়ার আরেক ছেলে। আর গত অক্টোবরের হামলায় ইসরিইলি বিমান হামলায় প্রাণ হারায় হানিয়ার এক ভাই ও ভাতিজা। এর পরের মাসেই হামলায় হানিয়ার এক নাতি নিহত হন। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন হানিয়ার | রক্ত | বৃথা | ইরান