আসন্ন শারদীয় দুর্গাপূজা পঞ্চগড়ে আনন্দঘন ও শান্তিপুর্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে,সকল সম্প্রদায়ের এক সম্প্রীতি ও প্রস্তুতিমুলক এক সভা বুধবার জেলার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র, সাধারণ সম্পাদক উদয় চন্দ্র ঘোষ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার ৯৫ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানিয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এবারে পঞ্চগড় ২৯৫ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি ভাবে প্রতিটি পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।