বিনোদন

সাবেক প্রেমিকের সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন আনুষ্কা

বায়ান্ন বিনোদন ডেস্ক

রণবীর কাপুর ও আনুষ্কা শর্মা ছবি: সংগৃহীত

২০২২ সালের বলিউডের সবচেয়ে চর্চিত বিয়ে ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। দীর্ঘ চার বছর একত্রবাসের পর সংসার পাতেন ‘রণলিয়া’ জুটি। তবে আলিয়ার সঙ্গে সম্পর্কের আগে একের পর এক প্রেম এসেছে রণবীরের জীবনে।

শুধু দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী এবং জনপ্রিয় নায়িকারাই নন, আরও বহু নারীর সঙ্গেই ঘনিষ্ঠতায় জড়িয়েছেন ঋষিকাপুরপুত্র। তবে একটা সময় রণবীর নিজের মুখে বলেছিলেন, আলিয়াকে কখনওই বিয়ে করবেন না।

‘হুকআপ’ বা এক রাত্রিবাস-এর জন্যই ঠিক আছে। বরং বিয়ে করার ইচ্ছে ছিল তাঁরই ছবির নায়িকা আনুষ্কা শর্মাকে।

একসময় হিন্দি চলচ্চিত্রের  ‍রুপালি পর্দায় রণবীর-আনুষ্কার তাক লাগানো রসায়ন ছিল। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির গল্প থেকে গান সব কিছুই ছিল রণবীর আনুষ্কার প্রেমে মাখামাখি। সেই প্রেমে গা ভাসিয়েছিল পুরো বলিউড পাড়া।

এই ছবির পর থেকে টিনসেল নগরীর রোমান্টিক জুটি হিসাবে প্রথম সারিতে জায়গা করে নিয়েছিল রণবীর-আনুষ্কা। শুধু পর্দার রসায়ন নয়, বাস্তবেও তাঁদের গলায় গলায় প্রেম ছিল বলে বলিপাড়ার গুঞ্জন।  তবে কোনো এক কারণে তাদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি।

সম্প্রতি তাদের অসফল এই প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আনুষ্কা শর্মা। আর তাতেই সকলের সামনে লজ্জায় লাল হয়ে গেছেন রণবীর কাপুর। বি-টাউন মানেই গসিপ তুঙ্গে। প্রতিটা মুহূর্তেই সম্পর্ক হোক, বা সিনে দুনিয়া নিয়ে নানান চর্চা, মুহূর্তে তা গসিপে পরিণত হয়ে ছড়িয়ে পড়ে মুখে মুখে।

সেলেবদের মধ্যে এই বিষয়টি নতুন নয়। তবে কানাঘুষো খবর নয়, সাফ রণবীরকেই এবার কাঠগোড়ায় দাঁড় করিয়ে পর্দা ফাঁস করেছিলেন আনুষ্কা শর্মা।

ছবির প্রমোশনে একাধিক রিয়ালিটি শো-তে উপস্থিত হয়েছেন এই জুটি। বি-টাউনে তাঁদের মধ্যে বন্ডিং বেশ ভাল। তবে হয় না নিত্য সাক্ষাৎ। বন্ধুত্বের জেরেই দুজনের মধ্যে থাকা ঘনিষ্ট সম্পর্ক নিয়ে একাধিকবার জল্পনা সৃষ্টি হলেও তাঁরা নিজেদের সম্পর্ক বেশ উপভোগ করে থাকেন।

তবে আনুষ্কা শর্মার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি বা মজা করার ফল যে খুব একটা ভাল হয় না তা কম বেশি সকলেরই জানা। আনুষ্কা বরাবরই স্পষ্ট বক্তা। সত্যি কথা সকলের সামনে সরাসরি বলে দিতে দ্বিধাবোধ করেন না তিনি। আর সেই দাপটের সঙ্গেই একবার তিনি টার্গেট করেছিলেন রণবীর কাপুরকে।

সম্প্রতি কপিল শর্মা শো-তে এসে সেখান থেকেই সবটা ফাঁস করলেন। আনুষ্কার অভিযোগ বিশ্বাসের মর্যাদা রাখতে পারেন না রণবীর কাপুর। কেউ যদি তাঁকে বিশ্বাস করে কোনও কথা বলে থাকেন, তবে তিনি তা নিঃসন্দেহে অন্যকাউকে গিয়ে বলে দেবেন।

আনুষ্কার এই কথাকে সম্মতি জানিয়েই রণবীর বলেছিলেন, তিনি যতক্ষণ না কাউকে সবটা বলছেন, ঠিক ততক্ষণ পর্যন্ত শান্তি বা স্বস্তি হয় না।

এখানেই  শেষ নয়, আনুষ্কার আরও অভিযোগ-প্রেসকে বলা একাধিক খবরও রণবীর মনের মাধুরী মিশিয়ে বলে থাকেন। কারণ তাতে সত্যতা বেশ খানিকটা কম থাকে। একসময় রণবীর প্রেসকে বলেছিলেন, আনুষ্কার সঙ্গে তার প্রথম জিমে দেখা হয় এবং আনুষ্কা রণবীরকে দেখে বেরিয়ে গিয়েছিলেন।

তবে এগুলো উড়িয়ে দিয়ে আনুষ্কা বলেন -তিনি মোটেও এমনটা করেননি। অভিনেত্রী জানান, রণবীর যেমন ইচ্ছে তাঁর গল্প  বুঁনতে পারেন। এতেই স্পষ্ট হয়েছিল অনুষ্কার অভিযোগ ১০০ ভাগ সত্যি।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন রণবীর কাপুর | আনুষ্কা শর্মা