বিনোদন

জহির-সাগরিকার ঘরে নতুন অতিথির আগমন

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক তারকা পেসার জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা গাটগে ।  ২০১৭ সালে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গাঁটছড়ায় বাধা পড়েন তারা।   দম্পতির ঘরে নতুন সদস্যের আগমনের খবর বুধবার অর্থাৎ , পয়লা বৈশাখের দিন প্রকাশ করেছেন।

সম্প্রতি বুধবার ইনস্টাগ্রামে এক পোষ্টের মাধ্যমে এই আনন্দের খবর  সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা। 

ইনস্টাগ্রামের পোস্টে লিখেন , "ভালোবাসা ,  কৃতজ্ঞতা এবং ঐশ্বরিক আশীর্বাদের সাথে আমরা আমাদের প্রিয় ছোট্ট ছেলে , ফতেহসিংহ খানকে স্বাগত জানাই।"

ছবিতে দম্পতি দুজনকে তাদের ছোট্ট ছেলেকে জড়িয়ে রেখে সাদা-কালো ছবি প্রকাশ করতে দেখা গেছে  ।  জহির তার ছেলের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন,  আর সাগরিকা তাদের সন্তানকে স্নেহের সাথে দুহাতে জড়িয়ে রেখেছেন ।  তাদের সন্তানের আগমনে গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।   

‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে সাগরিকা গাটগে বলিউডে পরিচিতি পেয়েছিলেন। যেখানে তাকে একজন হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করটে দেখা যায়।  তবে অভিনয় দুনিয়ায় কাজ করার পর নিজের অভিনয় ক্যারিয়ার অনেকটাই পিছিয়ে দিয়েছেন তিনি । অন্যদিকে, জাতীয় ক্রিকেট দল থেকে অবসর নেওয়ার পর, আইপিএল-এ মেন্টরের ভূমিকায় দেখা যায় জহির খানকে। এবারের আইপিএল নিলামের আগে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-এর মেন্টর হিসেবে তার উপস্থিতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। 

ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘দুজনকে অভিনন্দন। ইশ্বর ভালো করুক।’ আনুষ্কা শর্মা ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন । প্রজ্ঞা খান, আনগাদ বেদি সহ আরও অনেকে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এসকে//