লা লিগায় গত রোববার (১৩ এপ্রিল) মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আলাভেস। সেই ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক এক ফাউল করে বসেন কিলিয়ান এমবাপ্পে। এই ফাউলের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।
ম্যাচটিতে বারবার ফাউলের শিকার হচ্ছিলেন এমবাপ্পে। প্রতিক্রিয়া দেখাতে গিয়েই কি না, ম্যাচের ৩৮ মিনিটে গিয়ে আলাভেসের আন্তোনিও ব্লাঙ্কোকে এক ফাউল করে বসেন এমবাপ্পে। প্রথমে হলুদ কার্ড দেখালেও, পরে ভিএআর এ সিদ্ধান্ত দেয় রেফারি- লাল কার্ড।
অনেক বেশি সমালোচনায় পড়েছিলেন এমবাপ্পে। নিজের এমন ফাউলের কারণে ক্ষমাও চেয়েছেন ম্যাচ শেষে।
আজ, বুধবার (১৬ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ খেলতে এমবাপ্পের কোনো বাধা নেই। যেহেতু তিনি লা লিগার ম্যাচে নিষিদ্ধ হয়েছেন, তিনি আগামী রোববার অ্যাথলিটক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি মিস করবেন।
এমএইচ//