ক্রিকেট

পরবর্তী আইপিএল খেলা প্রসঙ্গে যা বললেন ধোনি

পরবর্তী আইপিএল খেলা প্রসঙ্গে যা বললেন ধোনি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেশ কিছু নিয়ম বদলে যেতে পারে। যার ফলে মহেন্দ্র সিং ধোনি পরের আইপিএল খেলবেন কি না, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। আইপিএলের নিয়ম, পাশাপাশি দলগুলো তার প্রতি যদি আগ্রহ দেখায়- যা তিনি ‘বেস্ট ইন্টারেস্ট’ হিসেবে উল্লেখ করেছেন- সেরকম হলে ধোনির আইপিএল খেলার সম্ভাবনা হয়তো থাকতে পারে। বুধবার (৩১ জুলাই) মুম্বাইয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আইপিএলের পরিচালনা পর্ষদের একটি বৈঠক সংগঠন হয়েছে। যে বৈঠকের ফলে বেশ কিছু সিদ্ধান্ত নতুনভাবে আসতে পারে বলে জানা যাচ্ছে। হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে ধোনির পরের আইপিএলে থাকা নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রসঙ্গে ভারতের সাবেক অধিনায়ক উত্তর দেন, 'এখনো বলার জন্য অনেক সময় আছে।' 'আমাদের দেখতে হবে তারা খেলোয়াড় রিটেনশনের ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, ইত্যাদি বিষয়গুলো। এখন বলটা আমাদের কোর্টে না।' ৪৩ বছর বয়সী ধোনি বলেন, 'তো যখন নিয়মাবলীগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যাবে, আমি তখন জানাব। তবে দলগুলোর সেরা চাহিদা থাকতে হবে।' সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেললেও অধিনায়কত্ব করেননি ধোনি। ধোনির বদলে রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কত্ব করতে দেখা যায়। যদিও মাঠের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধোনির প্রভাব ছিল খুব স্পষ্ট। যা গায়কোয়াড় নিজেও একাধিকবার জানিয়েছেন আইপিএল চলাকালীন সময়ে। ধোনিকে শুধু পরিকল্পনাকারী হিসেবে মাঠে দেখা গেছে, এমন বলার কোনো সুযোগ নেই। সবশেষ আইপিএলে ৭৩ বল মোকাবিলা করে ১৩ টি ছক্কা ও ১৪ টি চারের মার খেলেছেন চেন্নাইয়ের এই গুণী ক্রিকেটার। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন পরবর্তী | আইপিএল | খেলা | প্রসঙ্গে | ধোনি