আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি আফগানরা।
তিন ম্যাচের সিরিজটির আয়োজক হিসেবে থাকছে আফগানিস্তান। ঘরের মাঠে না হলেও, আরব আমিরাতে আয়োজন হতে যাচ্ছে সিরিজটি। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতির মাধ্যমে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এসব তথ্য জানিয়েছে।
এর আগে ওডিআই সংস্করণে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। যা ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে। দুইবারই দক্ষিণ আফ্রিকার ঝুলিতে জয় এসেছে। এর আগে টি-টোয়েন্টি সংস্করণে ৩ বার মুখোমুখি হয় দুই দল; ২০১০, ২০১৬ ও ২০২৪ সালে। যেখানে প্রোটিয়ারা প্রতিটি ম্যাচে জয় লাভ করে।
দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের জন্য এই সিরিজটি মাইলফলক হিসেবে দেখছেন সিএসএ চেয়ারম্যান লসন নাইডু। তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের সাথে এই ঐতিহাসিক সিরিজ শুরু করতে পেরে উচ্ছ্বসিত। দলটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দেখিয়েছে প্রতিটি বিভাগে তারা দারুণ হয়ে উঠেছে।
এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ জানিয়েছেন, এফটিপিতে এই সিরিজ সূচি না থাকলেও, তারা এই এটি যোগ করেছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভবিষ্যতে আরও বেশি সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী আফগানরা।
সেপ্টেম্বরের ১৮, ২০ ও ২২ তারিখ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
এম এইচ//