আর্কাইভ থেকে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার উপকূলে আটকে পড়া ২০০ তিমি মারা গেছে

অস্ট্রেলিয়ার উপকূলে আটকে পড়া ২০০ তিমি মারা গেছে

অস্ট্রেলিয়ার উপকূলে আটকে পড়া ২৩০টি তিমির মধ্যে প্রায় ২০০টি তিমি মারা গেছে। দেশটির দ্বীপ রাজ্য তাসমানিয়ার পশ্চিম উপকূলে এ তিমিগুলো আটকে পড়েছিল। খবর এনডিটিভি।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় বন্যপ্রাণী সেবা থেকে জানানো হয়েছে, সৈকতে আটকে পড়া তিমিগুলোর মধ্যে এখন মাত্র ৩৫টি জীবিত আছে, তবে রুক্ষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তাদের বাঁচিয়ে রাখাটা বেশ কঠিন হবে।

এদিকে সামুদ্রিক প্রাণীগুলোকে বাঁচাতে স্থানীয়রাও এগিয়ে এসেছেন। কেউ কেউ তিমির শরীরে কম্বল জড়িয়ে দিচ্ছেন, আবার ঝুড়িতে করে পানির সংস্পর্শে রেখে বাঁচানোর চেষ্টাও করা হচ্ছে।

দুই বছর আগে ম্যাককুয়ারি বন্দরের কাছে প্রায় ৫০০ পাইলট তিমি আটকা পড়েছিল। ওই সময় তিনশ’র বেশি তিমি মারা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ট্রেলিয়ার | উপকূলে | আটকে | পড়া | ২০০ | তিমি | মারা | গেছে