অপরাধ

শিশু উন্নয়ন কেন্দ্রে কোটা আন্দোলনে গ্রেপ্তার ১৩৭ শিশু-কিশোর

শিশু উন্নয়ন কেন্দ্রে কোটা আন্দোলনে গ্রেপ্তার ১৩৭ শিশু-কিশোর
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে ১৬ দিনে ১৩৭ শিশু-কিশোর টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে এসেছে। ২০০ বন্দির ধারণক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে এখন আছে ৬১০ জন শিশু-কিশোর। বৃহস্পতিবার (১ আগস্ট)  সমাজসেবা অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক আনোয়ারুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র জানায়, ১৫ জুলাই থেকে ১ আগস্ট বেলা ১১টা পর্যন্ত ১৩৭ জন শিশু-কিশোর বন্দি এখানে এসেছে। ১৪ জুলাই বন্দির সংখ্যা ছিল ৫৭৩ জন। বর্তমানে এই সংখ্যা ৬১০ জন। দেশের বিভিন্ন আদালতের আদেশে বিভিন্ন মামলায় এরা বন্দি। উপ-পরিচালক আনোয়ারুল করিম বলেন, এখানে শিশু বন্দিদের আসা-যাওয়া নিয়মিত ঘটনা। আদালতের নির্দেশেই শিশুরা এসে থাকে। বৃহস্পতিবার পর্যন্ত ৬১০ জন বন্দি রয়েছে। প্রসঙ্গত, একটি পাঁচতলা ও একটি দোতলা ভবনে থাকে শিশু-কিশোর বন্দিরা। এই বন্দিশালার ধারণক্ষমতা ২০০ জন। এখানে আছে ৬১০ জন বন্দি। তবে ৩০০ বন্দি থাকার অনুমোদন করা আছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন শিশু | উন্নয়ন | কেন্দ্রে | কোটা | আন্দোলনে | গ্রেপ্তার | ১৩৭ | শিশুকিশোর