রাজনীতি

প্রধান দাবি পূরণ হয়েছে,বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যাবে : কাদের

প্রধান দাবি পূরণ হয়েছে,বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যাবে : কাদের
কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে ফিরে যাবে বলে প্রত্যাশা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেইম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনা তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশন কাজও শুরু করেছে। ঘটনা তদন্তে জাতিসংঘের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, নাগরিক সমাজের অনেকেই ব্যক্তিগত মতামত ব্যক্ত করছে। সরকার তাদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় মহল যেন ব্যবহার না করতে পারে সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান | দাবি | পূরণ | হয়েছেবিশ্বাস | করি | শিক্ষার্থীরা | শ্রেণিকক্ষে | ফিরে | | কাদের