আর্কাইভ থেকে বাংলাদেশ

সাফজয়ী নারীদের পুরস্কার, প্রয়োজনে বাড়ি দেবেন প্রধানমন্ত্রী

সাফজয়ী নারীদের পুরস্কার, প্রয়োজনে বাড়ি দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে আর্থিক পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি যেসব ফুটবলারদের ঘর দরকার তাদের ঘর করে দেয়া হবে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমাকে নিশ্চিত করেন।

ইহসানুল করিম জানান, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা পর্যন্ত কার কার বাড়ির প্রয়োজন সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

গেলো বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য রাঙামাটিস্থ তার গ্রামের বাড়িতে বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ২০২২ সালের সাফ মহিলা চ্য্যম্পিয়নশীপে সেরা গোলরক্ষক মনোনীত হন রূপনা চাকমা। গোলরক্ষক এর জরাজীর্ণ বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শেখ হাসিনা তার জন্য বাড়ি নির্মাণের নির্দেশ দেন।

মহিলা ফুটবলারদের যার যার প্রয়োজন তাদের সবাইকে ঘর করে দেয়ায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাটি আরও একজন মহিলা ফুটবলার ঘর চাইবার পর পরই আসলো।

এর আগে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ফুটবলকে এক ঝটকায় জাগিয়ে তুলেছেন দেশের নারী ফুটবলাররা।

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন সাফজয়ী | নারীদের | পুরস্কার | প্রয়োজনে | বাড়ি | দেবেন | প্রধানমন্ত্রী