আর্কাইভ থেকে বাংলাদেশ

কাজী সালাউদ্দিনকে নিয়ে ফারুকীর স্ট্যাটাস

কাজী সালাউদ্দিনকে নিয়ে ফারুকীর স্ট্যাটাস

সাফে বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাস রচনার পর প্রশংসা পেয়েছেন তারা। দেশের মানুষ তাদের অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকেও বিজয়ী দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। যদিও তাদের হযবরল কাজের জন্য প্রশংসার চেয়ে নিন্দাই বেশি কুড়াচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এসব বিষয় নিয়ে যখন সমালোচনার ঝড়ে পড়েন কাজী সালাউদ্দিন, তখন বাফুফে প্রেসিডেন্টকে রিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

মাঝে মধ্যে আমার মনে হয় আমরা সব কিছু এমন ভাবে ঠেলতে শুরু করি, যে তখন আর জিনিসপত্র অবজেক্টিভলি দেখার সুযোগ থাকে না। এই যেমন সালাউদ্দিন ভাই। উনার বিতর্কিত শেষ নির্বাচন, সভাপতি পদে প্রায় চিরস্থায়ী বন্দোবস্ত, অনেক সময়ই অপ্রয়োজনীয় এবং যুক্তিহীন কথা যেমন মেয়েদের বিয়ে দিতে সাহায্য করা, দৃষ্টিকটু রাগ- এরকম আরো অনেক বিষয়েই সমালোচনা করা যাইতে পারে।

কিন্তু বহু বছর আগ থেকেই এই মেয়েদের এক সাথে রেখে ট্রেনিং করানো এবং এদের একটা টিম হিসাবে গড়ে উঠতে সাহায্য করাটাকে অ্যাপ্রিশিয়েট না করাটা ঠিক হবে না। এমন কি উনাদের সর্বশেষ সংবাদ সম্মেলন ও ফটোসেশন ডিজাস্টারকে সমালোচনা করলেও তাতে তাদের এই কৃতিত্ব আড়াল করার সুযোগ নাই।

গাইজ, প্লিজ লেটস গিভ দেম হোয়াট দে ডিজার্ভ।

এখন যেটা দরকার সেটা হলো, এদের বেতন কাঠামো সম্মানজনক জায়গায় নেয়া। এই বিষয়ে সবাই কথা বললে শুধু যে এই খেলোয়াড়দের জন্য ভালো হবে তা না, অন্য মেয়েরাও খেলায় আসতে উৎসাহিত হবে। এছাড়াও, দেশের ভিতর মেয়েদের নিয়মিত টুর্নামেন্ট কেমনে খেলানো যায় এসব নিয়েও ভাবা যাইতে পারে। জেলায় জেলায় ফুটবল করা যায় কেমনে দেখা যাইতে পারে। এমন কি গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুরের স্কুলগুলাতে কি হচ্ছে, ওখানকার মেয়েরা কি খেলতে চায়, চাইলে কিভাবে ওদের ইনক্লুড করা যায়, এরকম নানা আইডিয়া নিয়া ভাবেন। এই মনোযোগ আর জোয়ারটাকে পজিটিভলি কাজে লাগানো যায় কিভাবে সেটা ভাবি আসেন।

ধন্যবাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন কাজী | সালাউদ্দিনকে | নিয়ে | ফারুকীর | স্ট্যাটাস