আর্কাইভ থেকে বাংলাদেশ

পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক পেলেন সাকিব

পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক পেলেন সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট হাতে পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক তথা প্রথম বলেই আউট হয়ে গেলেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সিরিজে আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজে নেই সাকিব আলা হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কিন্তু সিপিএলে সাকিব ব্যাট হাতে একটি রানও করতে পারেননি। বিশ্বকাপের আগে সাকিবের ব্যাটিংয়ে এমন হাল দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশকে।

তবে শুক্রবার সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের খারাপ ব্যাটিংয়ের পরও জয় পেয়েছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এর আগের ম্যাচেও জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে চারে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হন সাকিব। এদিন বল হাতেও খুব একটা সুবিধা করতে পারেননি এ বাঁহাতি স্পিনার। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন পরপর | দুই | ম্যাচে | গোল্ডেন | ডাক | পেলেন | সাকিব