দেশজুড়ে

নরসিংদীতে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানালেন শিক্ষকরা

নরসিংদীতে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানালেন শিক্ষকরা
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে  নরসিংদী শিক্ষক সমাজ বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শনিবার (৩ আগস্ট ) শহরের পৌর পার্ক এলাকায় সমবেন তারা। ‘ছাত্র হত্যার বিচার চাই’, ‘ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’,  ‘হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানি বন্ধ কর’, স্লোগান দিতে থাকেন শিক্ষকরা। শিক্ষক সমাজ পৌর পার্কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে নরসিংদী সরকারি কলেজের প্রধান গেটে পৌছে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ,ছাত্রদের ওপর যেন আর একটাও গুলি না হয়, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে এখানে এসেছি। অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানি বন্ধ করতে হবে। এসময় নরসিংদী শিক্ষক সমাজের ব্যানারে বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষক উপস্থিত হয়ে আন্দোলনে অংশ নিতে দেখা যায়। জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন নরসিংদীতে | শিক্ষার্থীদের | দাবির | প্রতি | সংহতি | জানালেন | শিক্ষকরা