আন্তর্জাতিক

টিকিট পেলেই লেবানন ছাড়ুন, দেশটিতে থাকা নাগরিকদের বলল যুক্তরাষ্ট্র

টিকিট পেলেই লেবানন ছাড়ুন, দেশটিতে থাকা নাগরিকদের বলল যুক্তরাষ্ট্র
লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত বৈরুত ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটিতে থাকা মার্কিন দূতাবাস। যে কোনো টিকিটে তাদের লেবানন ছাড়তে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলা সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। নাগরিকদের উদ্দেশ্যে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, টিকিট পাওয়া মাত্র তারা যেন লেবানন ছেড়ে যান। রোববার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির খবরে বলা হয়, লেবাননে থাকা ব্রিটিশ নাগরিকদের জন্য এ ধরনের নির্দেশনা দিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।  ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পরই লেবাননে অবস্থান করা তার নাগরিকদের জন্য একই পথ অনুসরণ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেহরানে এক বোমা হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাঈল হানিয়া নিহতের ঘটনায় ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরান। হানিয়ার নিহতের ঘটনার কয়েক ঘণ্টা পরই হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়। এ অবস্থায় ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে বলে পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলও লেবানেন পাল্টা হামলা চালাতে পারে। এরই পরিপ্রেক্ষিতে নিজেদের নাগিরিকদের খুব দ্রুত সময়ে লেবানন ছাড়ার নির্দেশ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন টিকিট | পেলেই | লেবানন | ছাড়ুন | দেশটিতে | থাকা | নাগরিকদের | বলল | যুক্তরাষ্ট্র