দেশজুড়ে

রাজধানীতে সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীতে সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন
রাজধানীর পুরান ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার পর এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক এলাকাজুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে না পেরে ফটকের বাইরে অপেক্ষা করছে। এ ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা পুলিশ কোর্ট এলাকার দিকে যায়। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীতে | সিএমএম | আদালতের | সামনে | পুলিশের | গাড়িতে | আগুন