জাতীয়

দিনভর সংঘর্ষ-গুলি : ১৪ পুলিশসহ সারা দেশে নিহত ৮৩

দিনভর সংঘর্ষ-গুলি : ১৪ পুলিশসহ সারা দেশে নিহত ৮৩
একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে দিনভর সংঘর্ষ-গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ পুলিশসহ সারা দেশে ৮৩ জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার (৪ আগস্ট) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরকার দলীয় সংগঠনের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ ২১ জন, ঢাকায় ৭, কিশোরগঞ্জে ৩, নরসিংদীতে ৬, ফেনীতে ৮, রংপুরে ৪, পাবনায় ৩,  সিলেটে ৩, লক্ষ্মীপুরে ৮, মুন্সীগঞ্জে ৩ , শেরপুরে ৩, বগুড়ায় ৪, মাগুরায় ২, কুমিল্লায় এক পুলিশসহ ৩,এছাড়া  জয়পুরহাটে, বরিশাল, ভোলায় ও হবিগঞ্জে একজন করে নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সরকার দলীয় এমপি, রাজনৈতিক কার্যালয় ও তাদের নেতাকর্মীদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, এখন পর্যন্ত সারা দেশে ৩০০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন দিনভর | সংঘর্ষগুলি | | ১৪ | পুলিশসহ | সারা | দেশে | নিহত | ৮৩