আইন-বিচার

কারামুক্ত হলেন নুরুল হক নুর

কারামুক্ত হলেন নুরুল হক নুর
পৃথক দুই মামলায় জামিনে মুক্তি পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে তিনি মুক্ত হন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এর আগে নুরের আইনজীবীরা জানান, সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় মামলায় জামিন চেয়ে আবেদন করেন তারা। এ সময় আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত এই দুই মামলায় জামিন মঞ্জুর করেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি-জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কারামুক্ত | নুরুল | হক | নুর