ক্রিকেট

বিসিবি কর্মকর্তাদের নিয়ে ইমরুল-রুবেলের ক্ষোভ

বিসিবি কর্মকর্তাদের নিয়ে ইমরুল-রুবেলের ক্ষোভ
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন অঙ্গনে বিভিন্ন রদবদল চোখে পড়ছে। এর ঝাপটা এসে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও রুবেল হোসেন ক্রিকেট বোর্ডের দিকে আঙ্গুল তুলে নিজেদের মত প্রকাশ করেছেন। তারা এখন নিয়মিত ক্রিকেটার নন। লম্বা সময় ধরে জাতীয় দলের জার্সিতে তাদের দেখা যায় না। মঙ্গলবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন ইমরুল কায়েস। একইদিনে ফেসবুকে পোস্ট করতে দেখা যায় রুবেল হোসেন’কে। ইমরুল তার পোস্টে লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারনে ক্রিকেটের যে কি পরিমান ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারনে। খেলোয়াড়দের সাথে নুন্যতম সম্মান দেখানো হয়না। বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেয়ার আপনাদের আর কিছু নেই। তারুন্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত। তারায় এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ইন্সা আল্লাহ।' রুবেল তার পোস্টে লিখেছেন, 'গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারনে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। একইভাবে চান্দিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।' ইমরুল ও রুবেল দুজনেই উল্লেখ করেছেন, বোর্ডের প্রশাসনিক কর্মকর্তাদের কারণে দেশের ক্রিকেটে অনেক ক্ষতি হয়ে গেছে। বেশ কিছু ক্রিকেটার অন্যায়ের শিকার হয়েছেন বলেও তারা জানিয়েছেন। রুবেলের লেখায় উঠে এসেছে, বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথাও। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বিসিবি | কর্মকর্তাদের | নিয়ে | ইমরুলরুবেলের | ক্ষোভ