ক্রিকেট

ম্যাচ রেফারি হিসেবে মাদুগালের মাইলফলক অর্জন

ম্যাচ রেফারি হিসেবে মাদুগালের মাইলফলক অর্জন
প্রথমবারের মতো ম্যাচ রেফারি হিসেবে ৪০০ টি ওডিআই ম্যাচে দায়িত্ব পালন করলেন রঞ্জন মাদুগালে। কলম্বোয় ভারত-শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে ম্যাচে দায়িত্ব নিয়ে এ রেকর্ড গড়েছেন মাদুগালে। তিনি শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার। মাদুগালে ১৯৯৩ সাল থেকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে আসছেন। তখন থেকে শুরু করে তিনি ২০০ টি টেস্ট ম্যাচেও দায়িত্ব পালন করেছেন। যা একটি রেকর্ড। তিনি আইসিসির প্রধান ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাদুগালের এমন কীর্তিতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টফেল। তিনি জানান, 'রঞ্জন এতদিন থেকে দায়িত্ব পালন করছে, যা দারুণ ব্যাপার। সে এই দায়িত্বে আছে, যখন আমি আমার আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করি। যে খেলা তিনি ভালোবাসেন, সেই খেলার প্রতি প্রতিশ্রুতি ও উৎসর্গ দেখিয়েছেন তিনি।' ম্যাচ পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে মাদুগালে শ্রীলঙ্কার হয়ে ২১ টি টেস্ট ও ৬৩ টি ওডিআই ম্যাচ খেলেন। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যাচ | রেফারি | হিসেবে | মাদুগালের | মাইলফলক | অর্জন