জাতীয়

সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে: মির্জা আব্বাস

সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে: মির্জা আব্বাস
‘নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে- বিভিন্ন জায়গা থেকে আমার কাছে হামলার অভিযোগ আসছে। আমার নেতাকর্মীদের বিরুদ্ধেও আমার কাছে অভিযোগ আসছে, অনেকে সুযোগ সন্ধানী হয়ে বিভিন্ন জায়গায় গণ্ডগোল থেকে শুরু করে নানা অপকর্ম করতে চাচ্ছে। এসব সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বহু লোক এখন খোলস পালটে সুযোগ-সুবিধা নিতে চাইবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ বুধবার (০৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে মির্জা আব্বাস আরও বলেন, ‘আমাদের দেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি। আল্লাহতায়ালার কাছে লাখো শুকরিয়া। আমরা প্রতিনিয়ত দোয়া করতাম ফ্যাসিবাদ থেকে বেগম খালেদা জিয়া ও দেশের মানুষকে মুক্ত করার জন্য। আল্লাহতায়ালা আমাদের সে দোয়া কবুল করে নিয়েছেন। যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই।’ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আরও বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমাদের অনেক নেতা কারামুক্ত হয়েছেন। ফ্যাসিস্ট সরকার পানির স্রোতের মতো করে আমাদের নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর গতকাল (মঙ্গলবার) আমাদের নেতাকর্মীরা শান্তিতে ঘরে ঘুমাতে পেরেছেন। আমিও অনেক শান্তিতে ঘুমিয়েছি।’ পবিত্র কোরআন তিলাওয়াত পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনে বেগম খালেদা জিয়া, অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, নজরুল ইসলাম খানসহ দলের সিনিয়র নেতারা। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন সুযোগ | সন্ধানীদের | বিরুদ্ধে | নেতাকর্মীদের | সজাগ | থাকতে | হবে | মির্জা | আব্বাস