ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের টেস্ট দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের টেস্ট দল ঘোষণা
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যে দলে ডানহাতি পেসার মিলান রথনায়াকে এবং ফাস্ট বোলিং অলরাউন্ডার নিসালা থারাকাকে রাখা হয়েছে। যাদের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি। পাথুম নিশাঙ্কাকে টেস্ট দলে ফিরিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ২০২১ সালের মার্চে টেস্ট অভিষেক ঘটে নিশাঙ্কার। ২০২২ সালের মধ্যভাগ থেকে তিনি আর কোনো টেস্ট ম্যাচ খেলেননি। সেসময় থেকে নিশান মাদুশকা টপ অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্ব পালন করেছেন। লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসে সুযোগ পেয়েছেন দলে। যিনি ২০২২ সালের জুনে শেষ টেস্ট ম্যাচটি খেলেন। ৩৩ বছর বয়সী থারাকা প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে আসতে যাচ্ছেন। এই অভিজ্ঞ ক্রিকেটার ১০৭ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ২৫৭ টি উইকেট সংগ্রহ করেছেন, পাশাপাশি সংগ্রহ করেছেন ২৩৫৮ রান। তার সর্বোচ্চ সংগ্রহ ১০৭ রান। গত মে মাসে আফগানিস্তান এ দলের বিপক্ষে শ্রীলঙ্কা এ দলের ম্যাচে ৪২ রান দিয়ে ৬ উইকেট সংগ্রহ করেন থারাকা। ২৮ বছর বয়সী রথনায়াকে এর আগেও শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে যুক্ত হয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দলে ছিলেন তিনি। তবে এখনো তিনি এখনো ম্যাচ খেলেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৯ টি ম্যাচ খেলে ৭৯ টি উইকেট সংগ্রহ করেন এই পেসার। পাশাপাশি ব্যাট হাতেও ৬৩৩ রান সংগ্রহ করেছেন। শ্রীলঙ্কা এ দলের ধারাবাহিক পারফর্মার রথনায়াকে। ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে লঙ্কানরা। যেখানে তার সহকারী হিসেবে থাকবেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কা স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রবাথ জয়াসুরিয়া, রামেশ মেন্ডিস, জেফরি ভ্যান্ডারসে, মিলান রথনায়াকে। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইংল্যান্ডের | বিপক্ষে | লঙ্কানদের | টেস্ট | দল | ঘোষণা