বাংলাদেশ

উপদেষ্টা হওয়ার প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন শায়খ আহমাদুল্লাহ

উপদেষ্টা হওয়ার প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন শায়খ আহমাদুল্লাহ
ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। নিজের বদলে কয়েকজন আলেমের নামও তিনি প্রস্তাব করেন তিনি। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট এ বিষয়ে বিস্তারিত জানান এ ইসলামিক ব্যক্তিত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করে শায়খ আহমাদুল্লাহ বলেন, সর্ব-প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন যেন ঘটে। নিজের নাম প্রস্তাবের বিষয়ে এই আলেম বলেন, তার অযোগ্যতা সত্ত্বেও  অনেকে গত দু’দিন ধরে তার নাম প্রস্তাব করেছেন এবং তার প্রতি আস্থা প্রকাশ করেছেন; যার উপযুক্ত তিনি ছিলেন না বলে দাবি করেন। নাম প্রস্তাব করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। তিনি আরও বলেন, ছাত্ররা তার নাম প্রস্তাব করলে তিনি বিনয়ের সঙ্গে তার অনাগ্রহের কথা জানিয়ে দেন। পরে ড. খালিদ হোসেনর কথা বলেন এবং তাঁর নম্বর ছাত্রদেরকে দেন। দেশের প্রায় সব ঘরানার উলামাগণ তাকে সাপোর্ট করেন বলেও জানান তিনি। এসময়ে নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার জন্য ড. খালিদ হোসেনকে অভিনন্দনও জানান এ ইসলামিক ব্যক্তিত্ব। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন উপদেষ্টা | হওয়ার | প্রস্তাব | বিনয়ের | সঙ্গে | ফিরিয়ে | দেন | শায়খ | আহমাদুল্লাহ