বাংলাদেশ

আপাতত ভারতে থাকবেন শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ দীর্ঘ সময়ের জন্য ভারতে অবস্থান করতে পারে। ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন তিনি। কোন রাজনৈতিক আশ্রয় পাবেন না।

শুক্রবার (৯ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ-১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে আরও বলা হয়, হাসিনার অন্য কোনো নিরাপদ দেশে যাওয়ার চেষ্টা এখন কাজে দিচ্ছে না। অন্যদিকে ভারতে কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই। ফলে ভিসার মাধ্যমে দেশটিতে থাকতে হতে পারে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে।     

কোটা আন্দোলন কেন্দ্র করে গত সোমবার ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কয়েকদিন অবস্থান করে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পান ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর। তবে যুক্তরাজ্য সরকার আপাতাত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না। 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন আপাতত | ভারতে | থাকবেন | শেখ | হাসিনা | | |