ক্যাম্পাস

জবির উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ

বায়ান্ন প্রতিবেদন

পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। নিয়োগ পাওয়ার নয় মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় পদত্যাগের বিষয়টি উপাচার্য নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

ড. সাদেকা হালিম বলেন, কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এদিকে উপাচার্যের পাশাপাশি পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম। রেজিস্ট্রার নিজেই  পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার অভ্যুথানের প্রেক্ষিতে সরকার পতনের পর ছাত্রদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এরই ধারাবাহিকতায় জবি উপাচার্যও পদত্যাগ করলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জবি | উপাচার্য