আর্কাইভ থেকে দেশজুড়ে

গ্যাস সিলিন্ডারের আগুন : স্ত্রীর পর স্বামীরও মৃত্যু

গ্যাস সিলিন্ডারের আগুন : স্ত্রীর পর স্বামীরও মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মো. ইকরামুল হোসেন (৩২) মারা গেলেন।

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গ্যাস সিলিন্ডারের আগুনে একরামের শরীরের ৮০ ভাগই দগ্ধ হয়। গেলো ২১ মার্চ সকালে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে স্ত্রীরও মৃত্যু হয়েছিল।

জানা যায়, একরাম জামালপুরের রশিদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি রশিদপুর বাজারের একজন পেট্রল ব্যবসায়ী ছিলেন।

ইকরামুলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ইকরামুলের মৃত্যু হয়।

গেলো ২১ মার্চ সকালে ঘটনার দিনে ইকরামুলের স্ত্রী শিপ্রা গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। পাশে বসে স্বামী ইকরামুল বোতলে পেট্রোলভর্তি করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ঘরে থাকা পেট্রলে লেগে যায়। এতে দগ্ধ হন তারা।

এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন গ্যাস | সিলিন্ডারের | আগুন | | স্ত্রীর | স্বামীরও | মৃত্যু