ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রধানদের আজ সোমবার (১২ আগস্ট) ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনপরবর্তী পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবেন তৌহিদ হোসেন।
ছাত্র-জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে গেলো ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা করা হয় সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনকে। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে তারা শপথ নেন।
জেডএস/