খেলাধুলা

আবারও চোটে পড়লেন স্টোকস, অনিশ্চিত লঙ্কা সিরিজ

স্পোর্টস ডেস্ক

আবারও চোটে পড়লেন বেন স্টোকস। ‘দ্য হানড্রেড’ এর ম্যাচ খেলতে গিয়ে চোটে আক্রান্ত হন তিনি। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে শঙ্কা তৈরি হয়েছে স্টোকসকে নিয়ে। তিনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। 

রোববার (১১ আগস্ট) রাতে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দান সুপারচার্জাসের হয়ে ব্যাট করার সময় চোট পান স্টোকস। তাকে স্ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে। 

আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট খেলার সম্ভাবনা একেবারেই কম স্টোকসের। এমন হতে পারে পুরো সিরিজ মিস করতে পারেন তিনি। 

১৫৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছিল সুপারচার্জাস। ব্যাটিংয়ের সময় পেশিতে টান পড়ে স্টোকসের। সাথে সাথেই মাঠ ছাড়তে হয় তাকে। মুখভঙ্গিতে বোঝা যাচ্ছিল চোটের যন্ত্রণা।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে নিজেকে সরিয়ে নেন এই ইংলিশ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন স্টোকস। তবে ভাগ্য তার সহায় হলো না। আবারও চোটে পড়লেন এবং তা কতদিনের জন্য- সেটা এখনো জানা যায়নি। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বেন স্টোকস | চোট | ইংল্যান্ড