বিনোদন

বিয়েতে নিজের দু’শো শতাংশ দিতে চাই: মনামী ঘোষ

বিনোদন প্রতিবেদন

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। শুধু অভিনয় দক্ষতাই নয়, তাঁর আছে নানামুখী প্রতিভা। তবে শোবিজ অঙ্গনে এক দশকের বেশি সময় পার করলেও মনামী ঘোষের হাতে তেমন কোন ছবির প্রস্তাব নেই! সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাই অনেকদিন পর সিনেমার প্রচারে সরব হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এই অভিজ্ঞতা শেয়ার করে মনামী বলেন, শুধু ছবি নয়, অন্যান্য কাজের ক্ষেত্রেও প্রচার করতে খুব ভাল লাগে। মানুষের কাছে পৌঁছনোর জন্য আমি অনেক কিছু করতেই পছন্দ করি।’ 

পদাতিক সিনেমায় প্রথমবারের মতো এপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন মনামী। বলেন, ‘চঞ্চল খুবই ভাল মানুষ। সব সময়ে তিনি চরিত্রের মধ্যে থাকতেন। ফ্লোরে শটের ফাঁকে আমরা একসঙ্গে চিত্রনাট্য পড়তাম। তবে ফ্লোরে টুকটাক আড্ডাও হত। মনে আছে, সকালে ফ্লোরে এসেই আমার দিকে তাকিয়ে বলতেন, গুড মর্নিং, গিন্নি। কেমন আছ?’

হরহামেশাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের নানা বিষয় সামনে আসে। তাঁর বিয়ে নিয়েও শোনা যায় নানা খবর। তবে বিয়ে নিয়ে এই মুহূর্তে কোন ভাবনা নেই মনামীর। এ সিদ্ধান্তে তাঁর পরিবারেরও সমর্থন আছে বলে জানান। 

অভিনেত্রী বলেন, ‘বিয়ে একটা প্রতিষ্ঠান। আমি কাজের ক্ষেত্রে নিজের দু’শো শতাংশ দেওয়ার চেষ্টা করি। তেমনই বিয়ে করলেও কাজের মতোই আমি নিজের দু’শো শতাংশ দিতে চাই। একটু সংসার করলাম, একটু শুটিং করলাম, সেটা পারব না।’ অভিনেত্রীর প্রেমিক সৈকতেরও আপাতত বিয়ের পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন। 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন মনামী